ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাওনা টাকা না দেওয়ায় মালিকের গাড়িতে আগুন দিলেন রণবীর!

  • পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 54

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির নয়ডার এক ব্যবসায়ীর বাড়ির কাজে পারিশ্রমিক ২ লাখ টাকা পাওনা হলেও ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ, বদলা নিতে ওই ব্যক্তির দামি একটি মার্সিডিজ গাড়িতে আগুন ধরিয়ে দেন যুবক রাজমিস্ত্রি।

ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করলে, পরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

অভিযুক্ত রাজমিস্ত্রির নাম রণবীর। তিনি দাবি করেন, ২০১৯-২০ সালে নয়ডার সেক্টর ৪৫-এর বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িতে টাইলসের কাজ করেছিলেন। তারই ২ লাখ টাকা পাওনা রয়েছে। কিন্তু ব্যবসায়ী তা দিতে অস্বীকার করছেন।

ব্যবসায়ীর অভিযোগ করে বলেন, গত ১০-১২ বছর ধরে তারা রণবীরকে চেনেন। সে বদমেজাজি। এই কারণেই তার বদলে অন্য মিস্ত্রিকে কাজে লাগানো হয়েছে। কোনো টাকা পান না রণবীর। এরপরেই রেগে গিয়ে ব্যবসায়ীর কোটি টাকা দামের গাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি। গাড়ির মালিক কাছাকাছি থাকলেও আগুন লাগানো আটকাতে পারেননি।

ব্যবসায়ী আরও বলেন, এছাড়াও লকডাউনের আগে রণবীরের যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও রণবীর তা শুনতে রাজি হচ্ছিলেন না। এদিন সুযোগ পেতেই মার্সিডিজে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান তিনি।

ব্যবসায়ীর পরিবারের এক সদস্য আয়ুষ চৌহান বলেন, ‘কোভিডের সময় নিজের বাড়িতে ছিলেন রণবীর। ওই সময় আমাদের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ফলে অন্য কয়েকজন কর্মীকে নিয়োগ করি আমরা। তখনই কাজ সমাপ্ত হয়। এতে রণবীর বিরক্ত হয়েছিলেন। টাইলসের কাজের নতুন কর্মীদের তিনি হুমকিও দেন। কিন্তু এই কাজ করবেন তা ভাবিনি।’

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাওনা টাকা না দেওয়ায় মালিকের গাড়িতে আগুন দিলেন রণবীর!

পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির নয়ডার এক ব্যবসায়ীর বাড়ির কাজে পারিশ্রমিক ২ লাখ টাকা পাওনা হলেও ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ, বদলা নিতে ওই ব্যক্তির দামি একটি মার্সিডিজ গাড়িতে আগুন ধরিয়ে দেন যুবক রাজমিস্ত্রি।

ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করলে, পরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

অভিযুক্ত রাজমিস্ত্রির নাম রণবীর। তিনি দাবি করেন, ২০১৯-২০ সালে নয়ডার সেক্টর ৪৫-এর বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িতে টাইলসের কাজ করেছিলেন। তারই ২ লাখ টাকা পাওনা রয়েছে। কিন্তু ব্যবসায়ী তা দিতে অস্বীকার করছেন।

ব্যবসায়ীর অভিযোগ করে বলেন, গত ১০-১২ বছর ধরে তারা রণবীরকে চেনেন। সে বদমেজাজি। এই কারণেই তার বদলে অন্য মিস্ত্রিকে কাজে লাগানো হয়েছে। কোনো টাকা পান না রণবীর। এরপরেই রেগে গিয়ে ব্যবসায়ীর কোটি টাকা দামের গাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি। গাড়ির মালিক কাছাকাছি থাকলেও আগুন লাগানো আটকাতে পারেননি।

ব্যবসায়ী আরও বলেন, এছাড়াও লকডাউনের আগে রণবীরের যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও রণবীর তা শুনতে রাজি হচ্ছিলেন না। এদিন সুযোগ পেতেই মার্সিডিজে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান তিনি।

ব্যবসায়ীর পরিবারের এক সদস্য আয়ুষ চৌহান বলেন, ‘কোভিডের সময় নিজের বাড়িতে ছিলেন রণবীর। ওই সময় আমাদের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ফলে অন্য কয়েকজন কর্মীকে নিয়োগ করি আমরা। তখনই কাজ সমাপ্ত হয়। এতে রণবীর বিরক্ত হয়েছিলেন। টাইলসের কাজের নতুন কর্মীদের তিনি হুমকিও দেন। কিন্তু এই কাজ করবেন তা ভাবিনি।’

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: