1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৩৯৫
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৩৯৫

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১১ জনে।

এ সময় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৯৪ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৭১ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ৩৪০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৮১ জন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু হয়। যা চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ