স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর বড় একটি দ্বায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের ডেপুটি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলার মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমে উইকেটকিপার এই ব্যাটার জানান, অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন তিনি। দ্বায়িত্ব পেয়ে বেশ আত্মবিশ্বাসী সোহান।
সোহান বলছিলেন, যখন দলে আমরা যারা খেলতে নামি তখন অধিনায়কের দায়িত্ব একরকম থাকে। কিন্তু প্রতিটা ক্রিকেটার অনেক ম্যাচ খেলেছে সবার একটা দায়িত্ব থাকে। তো আমরা সবাই আলাদা দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে ‘সাকিব ভাইয়ের জন্য ভালো’ হবে।
গেল জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেও আসন্ন অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সোহান পেয়েছেন টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্বে। দায়িত্ব পেয়েই সোহান জানালেন, দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২২ সেপ্টেম্বর এই সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দুবাইয়ে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবেন লিটন-সোহানরা। তারপর যাবেন নিউজিল্যান্ডে। সেখান থেকেই বিশ্বকাপ মিশনে উড়বেন অস্ট্রেলিয়ায়!
বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২২/এসএস