ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁকা বাসায় বিদ্যুৎ বিল পৌনে ১১ লাখ!

  • পোস্ট হয়েছে : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 200

বিজনেস আওয়ার প্রতিবেদক: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক চাটমোহর পৌরশহরের জিরো পয়েন্ট এলাকায় জনশূন্য একটি বাসায় চলতি মাসে বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা! গত আগস্ট মাসে তার বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন ৮২২ টাকা। পল্লী বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ভুক্তভোগীসহ এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে।

বাড়ির কেয়ারটেকার স্বপন আচার্য জানান, শহরের জিরো পয়েন্ট এলাকার বাসার মালিক অধীর কুমার সরকার জীবিত নেই। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। বাসার নিচে মার্কেট রয়েছে, সে গুলোতে আলাদা। দোকানগুলোর প্রত্যেকটির আলাদা মিটার রয়েছে। কোনো পার্শ্ব সংযোগ দেওয়া নেই।

কেয়ারটেকার আরও জানান, দোতলার জন্য বাসার মালিকের নামে একটি মিটার রয়েছে। মালিকের নামের মিটারে গত আগস্ট মাসে বিল ৮২২ টাকা আসে। কিন্তু সেই একই মিটারের বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়। কিন্তু বিল দেখে তিনি চমকে যান, মাসে ৯০ হাজার ১৫০ ইউনিট বিদ্যুৎ ব্যয়ের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা বিল এসেছে। বিল প্রস্তুতকারক আসমা ও এজিএম (অর্থ) স্বাক্ষরিত সই রয়েছে।

প্রতিবেশী ব্যবসায়ী বকুল রহমান বলেন, ‘আমি বিদ্যুৎ বিলটি দেখেছি, এটা কেমন করে সম্ভব। বিলটিতে দু’জন কর্মকর্তা স্বাক্ষর করলেন কিছু না দেখেই? ক্রমে এই বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।’

বিল প্রস্তুতকারী আসমা খাতুনের কাছে জানতে চাইলে, ভুল স্বীকার করে বলেন। এটা ভুলবশত হয়েছে।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোঃ আকমল হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানার পরেই বিল প্রস্তুতকারককে শোকজ করেছি। যে গ্রাহকের বিলে এমন হয়েছে সেই গ্রাহকের নিকট আমি অফিসার পাঠিয়েছিলাম, বিল সংশোধন করে দেব বলে। মানুষের তো ভুল হতেই পারে।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফাঁকা বাসায় বিদ্যুৎ বিল পৌনে ১১ লাখ!

পোস্ট হয়েছে : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক চাটমোহর পৌরশহরের জিরো পয়েন্ট এলাকায় জনশূন্য একটি বাসায় চলতি মাসে বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা! গত আগস্ট মাসে তার বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন ৮২২ টাকা। পল্লী বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ভুক্তভোগীসহ এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে।

বাড়ির কেয়ারটেকার স্বপন আচার্য জানান, শহরের জিরো পয়েন্ট এলাকার বাসার মালিক অধীর কুমার সরকার জীবিত নেই। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। বাসার নিচে মার্কেট রয়েছে, সে গুলোতে আলাদা। দোকানগুলোর প্রত্যেকটির আলাদা মিটার রয়েছে। কোনো পার্শ্ব সংযোগ দেওয়া নেই।

কেয়ারটেকার আরও জানান, দোতলার জন্য বাসার মালিকের নামে একটি মিটার রয়েছে। মালিকের নামের মিটারে গত আগস্ট মাসে বিল ৮২২ টাকা আসে। কিন্তু সেই একই মিটারের বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়। কিন্তু বিল দেখে তিনি চমকে যান, মাসে ৯০ হাজার ১৫০ ইউনিট বিদ্যুৎ ব্যয়ের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা বিল এসেছে। বিল প্রস্তুতকারক আসমা ও এজিএম (অর্থ) স্বাক্ষরিত সই রয়েছে।

প্রতিবেশী ব্যবসায়ী বকুল রহমান বলেন, ‘আমি বিদ্যুৎ বিলটি দেখেছি, এটা কেমন করে সম্ভব। বিলটিতে দু’জন কর্মকর্তা স্বাক্ষর করলেন কিছু না দেখেই? ক্রমে এই বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।’

বিল প্রস্তুতকারী আসমা খাতুনের কাছে জানতে চাইলে, ভুল স্বীকার করে বলেন। এটা ভুলবশত হয়েছে।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোঃ আকমল হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানার পরেই বিল প্রস্তুতকারককে শোকজ করেছি। যে গ্রাহকের বিলে এমন হয়েছে সেই গ্রাহকের নিকট আমি অফিসার পাঠিয়েছিলাম, বিল সংশোধন করে দেব বলে। মানুষের তো ভুল হতেই পারে।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: