আন্তর্জাতিক ডেস্ক
চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির কয়েকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং কয়েকটি ফ্লোরে ভয়াবহভাবে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে চীনের রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।
সিসিটিভি এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, কমলা রংয়ের অগ্নিশিখা ভবনটিতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কোথা থেকে এই আগুনের সূত্রপাত, এখন পর্যন্ত স্পষ্ট নয়।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: