বিনোদন ডেস্ক: সদা স্পষ্টভাষী আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান! বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত এই শিল্পী চার মাস আগে মেয়ের বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন আইদাহ্ আসিফ রঙ্গন। সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, ‘আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।’
ফেসবুকে তিনি আরও লেখেন, পঞ্চাশ বছরের যাপিত জীবনে শ্রেষ্ঠ উপলদ্ধি-মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করা আসলেই একটা অতিলৌকিক বীরত্ব। আল্লাহু আকবার। ভালোবাসা অবিরাম।
বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ