স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের বিপক্ষে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো অলিম্পিক লিওঁ। রোনালদো জোড়া গোল করলেও পরের রাউন্ডের টিকেট মিলল না তুরিনের বুড়িদের। অ্যাওয়ে গোলে তাদের পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করলো অলিম্পিক লিওঁ।
শুক্রবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। প্রথম লেগে লিওঁ ১-০ গোলে জেতায় দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। কিন্তু প্রথম লেগে মহা-গুরুত্বপূর্ণ একটা গোল পেয়েছিল অলিম্পিক লিও। ফলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টারের টিকিট পেয়েছে অলিম্পিক লিও, বাদ পড়েছে জুভেন্টাস।
খেলার ৫ মিনিটেই বিতর্কিত গোলে এগিয়ে যায় লিওঁ। ডি-বক্সে ঢুকে পড়া আউয়ারকে ট্যাকল করেন রদ্রিগো। টিভি রিপ্লেতে পরিষ্কার ট্যাকলই মনে হয়েছে। তবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, ভিএআরেও সিদ্ধান্ত বহাল থাকে। ঠাণ্ডা মাথার স্পট কিকে বল জালে পাঠান ডাচ ফরোয়ার্ড ডিপাই।
কিছুক্ষণ পরই রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিকরা। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিকে বল ডিপাইয়ের বুকের সঙ্গে লেগে থাকা হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি।
দ্বিতীয়ার্ধের রোনালদোর একক নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস।বাকি সময়ে জুভেন্টাস কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। তাই জিতেও ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে পড়ার হতাশায় মাঠ ছাড়ে মাওরিসিও সাররির দল।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২০/এ