ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতকে উড়িয়ে জয় পেলেন বাংলাদেশর নারীরা

  • পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • 72

স্পোর্টস ডেস্ক: শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটের নিগার সুলতানা জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে নারী ক্রিকেটাররা। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী দল।

জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।

একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল আমিরাতের মেয়েরা। সেখান থেকে শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩ রান। ডানহাতি মিডিয়াম পেসার লতা তিন ওভার বোলিং করে মেইডেন পাননি তবে ৫ রানে নিয়েছেন ৫টি উইকেট।

এছাড়া ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুনের শিকার ১৭ রানে ১ উইকেট। নাহিদা আক্তার ৩ ওভারে দিয়েছেন ১০ রান, রুমানা আহমেদের খরচ ৩ ওভারে মাত্র ৬ রান। শুধুমাত্র সানজিদা মেঘলাকেই ৪ ওভার করান অধিনায়ক।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। দুজনই হাঁকিয়েছেন চারটি করে চার। তবে কারও ব্যাটেই ছয়ের দেখা মেলেনি।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।

বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমিরাতকে উড়িয়ে জয় পেলেন বাংলাদেশর নারীরা

পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটের নিগার সুলতানা জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে নারী ক্রিকেটাররা। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী দল।

জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।

একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল আমিরাতের মেয়েরা। সেখান থেকে শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩ রান। ডানহাতি মিডিয়াম পেসার লতা তিন ওভার বোলিং করে মেইডেন পাননি তবে ৫ রানে নিয়েছেন ৫টি উইকেট।

এছাড়া ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুনের শিকার ১৭ রানে ১ উইকেট। নাহিদা আক্তার ৩ ওভারে দিয়েছেন ১০ রান, রুমানা আহমেদের খরচ ৩ ওভারে মাত্র ৬ রান। শুধুমাত্র সানজিদা মেঘলাকেই ৪ ওভার করান অধিনায়ক।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। দুজনই হাঁকিয়েছেন চারটি করে চার। তবে কারও ব্যাটেই ছয়ের দেখা মেলেনি।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।

বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: