স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা থাকলেও বাকি দুই সংস্করণে নিজেকে প্রস্তুত রাখতে অনুশীলন শুরু করছিলেন মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় পায়ে চোটা পেয়েছেন মুশফিকুর রহিম। ৫-৬ টি সেলাইও লেগেছে তার। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের। হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।’
বিসিবির এ চিকিৎসক বললেন, আপাতত ৭ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, তারপর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সুস্থ হতে কতদিন লাগবে তার।
তবে এমন সেলাই কমপক্ষে দুই সপ্তাহের আগে ঠিক হয় না বলে ধারণা এ চিকিৎসকের। মুশফিককে দুই সপ্তাহে বিশ্রামে থাকতে হবে এমনটি পরামর্শ দিয়েছেন তিনি।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ