বিনোদন ডেস্ক : সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। তবে তাদের বর্তমান অবস্থা উন্নতির দিকে। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন বাচসাস সদস্য লিটন এরশাদ।
একজন দক্ষ সংগঠক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। বর্তমান কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
উল্লেখ্য, সোহানুর রহমান সোহান ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন।
পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। নির্মাতার কেরিয়ারে প্রথম সফলতা আসে (১৯৯৩) সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ পরিচালনার মধ্য দিয়ে। এরপর বহু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দেশের বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২০/এ