ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মদিনায় সোনার খনির সন্ধান

  • পোস্ট হয়েছে : ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 53

বিজনেস আওয়ার ডেস্ক: সৌদি আরবের মদিনায় সোনার খনি পাওয়া গেছে। সোনার খনির পাশাপাশি পাওয়া গেছে তামার খনিও। সূত্র : সৌদি গ্যাজেট ও গালফ নিউজ

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার জানিয়েছে, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসাথে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি। মদিনায় অবস্থিত উম আল-বারাক এই জায়গাটির আয়তন ৪০ বর্গকিলোমিটারেরও বেশি।

মন্ত্রণালয়ের মাইনিং পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই খনিটি জোগান দেবে চার হাজার কর্মক্ষেত্রের। সম্ভাবনা আছে মন্ত্রণালয় থেকে ২০০ কোটি সৌদি রিয়েল অর্থ বিনিয়োগ পাওয়ার।

বর্তমানে মদিনার এই খনিগুলোর মাইনিং লাইসেন্স পেতে ১৩ দেশি এবং বিদেশী কোম্পানির মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।

উল্লেখ্য, সৌদি আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার। পাশাপাশি দুই কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সৌদি আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মদিনায় সোনার খনির সন্ধান

পোস্ট হয়েছে : ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: সৌদি আরবের মদিনায় সোনার খনি পাওয়া গেছে। সোনার খনির পাশাপাশি পাওয়া গেছে তামার খনিও। সূত্র : সৌদি গ্যাজেট ও গালফ নিউজ

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার জানিয়েছে, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসাথে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি। মদিনায় অবস্থিত উম আল-বারাক এই জায়গাটির আয়তন ৪০ বর্গকিলোমিটারেরও বেশি।

মন্ত্রণালয়ের মাইনিং পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই খনিটি জোগান দেবে চার হাজার কর্মক্ষেত্রের। সম্ভাবনা আছে মন্ত্রণালয় থেকে ২০০ কোটি সৌদি রিয়েল অর্থ বিনিয়োগ পাওয়ার।

বর্তমানে মদিনার এই খনিগুলোর মাইনিং লাইসেন্স পেতে ১৩ দেশি এবং বিদেশী কোম্পানির মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।

উল্লেখ্য, সৌদি আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার। পাশাপাশি দুই কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সৌদি আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: