ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীদের গোসলের ভিডিও ভাইরাল, ৮ জনের আত্মহত্যাচেষ্টা

  • পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 225

বিজনেস আওয়ার ডেস্ক: চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের প্রায় ৬০ ছাত্রীর গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেছিলেন তাদেরই এক সহপাঠী। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে য়ায়! এ ঘটনায় ৮ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে, গার্লস হোস্টেলে থাকা ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এ ঘটনা সামনে আসতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভারতের একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে

অন্যদিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ছাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছাত্রী স্বীকার করেছে যে, সে একটি ভিডিও তৈরি করে সিমলায় তার পরিচিত একজনকে সেই ভিডিও পাঠায়। এরপরই ভাইরাল হয়ে যায় সেই ‘গোসলের ভিডিও’।

যেসব ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে তারা সবাই এমবিএ’র ছাত্রী। তাদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে তার বন্ধুকে পাঠাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সামনে এসেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই হোস্টেল খালি করে বেরিয়ে আসেন ছাত্রীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত শিক্ষার্থীদের দখলে চলে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।

কিন্তু ছাত্রীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এছাড়া এ বিষয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি জানিয়েছেন, খুব শিগগিরই ইন্টারনেট থেকে ভিডিওগুলো সরিয়ে দেয়া হবে।

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দু’জনেই হিমাচলের বাসিন্দা। ওই ছাত্রী ও তার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছাত্রীদের গোসলের ভিডিও ভাইরাল, ৮ জনের আত্মহত্যাচেষ্টা

পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের প্রায় ৬০ ছাত্রীর গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেছিলেন তাদেরই এক সহপাঠী। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে য়ায়! এ ঘটনায় ৮ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে, গার্লস হোস্টেলে থাকা ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এ ঘটনা সামনে আসতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভারতের একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে

অন্যদিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ছাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছাত্রী স্বীকার করেছে যে, সে একটি ভিডিও তৈরি করে সিমলায় তার পরিচিত একজনকে সেই ভিডিও পাঠায়। এরপরই ভাইরাল হয়ে যায় সেই ‘গোসলের ভিডিও’।

যেসব ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে তারা সবাই এমবিএ’র ছাত্রী। তাদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে তার বন্ধুকে পাঠাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সামনে এসেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই হোস্টেল খালি করে বেরিয়ে আসেন ছাত্রীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত শিক্ষার্থীদের দখলে চলে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।

কিন্তু ছাত্রীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এছাড়া এ বিষয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি জানিয়েছেন, খুব শিগগিরই ইন্টারনেট থেকে ভিডিওগুলো সরিয়ে দেয়া হবে।

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দু’জনেই হিমাচলের বাসিন্দা। ওই ছাত্রী ও তার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: