বিজনেস আওয়ার প্রতিবেদক: জামিনে মুক্তি পাওয়ার শর্তে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির সঙ্গে এক তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হাজতি নাম মো. সুজন (২১)। তার হাজতি নং ৯০৪/২২। নরসিংদীর মাধবদী থানার নয়াকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে। আর কনে ঠাকুরগাঁও জেলার ছিটসিলা গ্রামের সফি ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২০)।
কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার কারাগারের অফিস কক্ষে হাজতি সুজন ও ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। জামিনে মুক্তি লাভের শর্তেই এ বিয়ের আয়োজন করা হয়। পরবর্তীতে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ