বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় অবরোধকারী গ্রুপগুলো।
মঙ্গলবার সকালে রেড সিগন্যাল উপগ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার অবরোধ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের নেতা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ভাইয়ের নির্দেশে আমরা অবরোধ স্থগিত করেছি। তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে কথা বলে আমাদের বিষয়টি মীমাংসা করবেন।
এর আগে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে অবরোধ শুরু করে চবি ছাত্রলীগের ৬ উপগ্রুপ। এগুলো হলো— ভার্সিটি এক্সপ্রেস, বাংলার মুখ, রেড সিগন্যাল, কনকর্ড, এপিটাফ ও উল্কা। সবগুলো গ্রুপ সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রায় ৭ ঘণ্টা পর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে তারা ফটক খুলে দেয়। ফটক খুলে দিলেও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে রাত ১২টার দিকে অবরোধ স্থগিতে ঘোষণা করেন নেতাকর্মীরা।
বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২২/কমা