আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের মধ্য দিয়ে রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে ইরান। ইরান ও রাশিয়ার মধ্যে দুই মাস আগে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই হয়।
ওই চুক্তির আওতায় ইরান এ গ্যাস আমদানি করবে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরান প্রতিদিন রাশিয়া থেকে ৯০ লাখ ঘনমিটার গ্যাস কিনবে এবং যুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণে অবস্থিত রাশিয়ার ক্রেতাদের সরবরাহ করার জন্য আরও ৬০ লাখ ঘন মিটার গ্যাস নেবে ইরান।
গত জুলাই মাসে ইরান ও রাশিয়ার মধ্যে যে চার হাজার কোটি ডলারের অর্থনৈতিক চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে ইরান এ গ্যাস কিনবে।
ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসি এবং রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির মধ্যে এ চুক্তি হয়েছিল।
বিজনেস আওয়ার/ ২০ সেপ্টেম্বর,২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: