বিজনেস আওয়ার প্রতিবেদক: গণফোরামের উপদেষ্টা পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু এ কথা জানান।
একই সঙ্গে মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছেন গণফোরাম।
মোস্তফা মহসিন মন্টু বলেন, গত ১৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের উপস্থিতিতে তাকে গণফোরামের সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ও দলের গঠনতত্ত্ব পরিপন্থী ও অগণতান্ত্রিক। এ কারণে গতকাল ১৯ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাদের কে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, মহিউদ্দিন আব্দুল কাদের, আইয়ুব খান ফারুক, আব্দুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল বারী হামিম, সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ উল্লাহ মধু, নাসির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/ ২০ সেপ্টেম্বর,২০২২/ এএইচএ