1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করা হয়েছে: রাশিয়া
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করা হয়েছে: রাশিয়া

  • পোস্ট হয়েছে : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার ডেস্ক: ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আমেরিকা অনেক বেশি মধ্যবর্তী নির্বাচনের ওপরে নির্ভরশীল করে ফেলেছে বলে জানিয়েছেন রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ানভ গতকাল সোমবার একথা বলেছেন।

অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় এক বছরের বেশি সময় ধরে যে পরমাণু আলোচনা চলছে তাতে উলিয়ানভ রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ব্যর্থতার জন্য সমস্ত দোষ ইরানকে দেয়া মোটেই ঠিক হবে না, এটি অন্যায়। বরং ভিয়েনা আলোচনা বেশ কিছু বিষয়ের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই আলোচনা এখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল করে ফেলেছে ওয়াশিংটন।

নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান জোসেপ বোরেল বলেছেন, গত কয়েক সপ্তাহে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় তিনি কোনো অগ্রগতি দেখছেন না। বোরেলের এই মন্তব্যের পর মিখাইল উলিয়ানভ এ সমস্ত কথা বললেন।

বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর,২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ