বিজনেস আওয়ার প্রতিবেদক : লেবাননের বৈরুতে ভয়ানক বিস্ফোরণের ঘটনায় মোহাম্মাদ রাশেদ নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো। লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিলেন এবং একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো। পরে হাসপাতালে গিয়ে মোহাম্মাদ রাশেদকে শনাক্ত করা হয়।
উল্লেখ্য, স্থানীয় সময় গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণে শতাধিক বাংলাদেশি আহত হলেও বর্তমানে তিনজন বিভিন্ন হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন। তাদের চিকিৎসা চলছে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতে হয়েছেন ১৫৭ জন। এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: