ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাতে রওশন এরশাদের চিঠি

  • পোস্ট হয়েছে : ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক: সম্প্রতি দলটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দলের ফিরিয়ে আনতে জি এম কাদেরকে নির্দেশ দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে এই নির্দেশ দেন তিনি। সেখানে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে রওশন উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১)-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩-এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতাকর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’

জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশ্য করে রওশন বলেন, আপনি যখন তখন তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত যে কাউকে দায়িত্ব থেকে বিনা নোটিশে শোকজে অব্যাহতি ও বহিষ্কার করে একজন রাজনৈতিক কর্মীর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে চলেছেন।

চিঠিতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আবদুল গাফফার বিশ্বাস, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বাচ্চুসহ দেশজুড়ে অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সকল নেতাকর্মীদের দলে আগের পদে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর,২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাতে রওশন এরশাদের চিঠি

পোস্ট হয়েছে : ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সম্প্রতি দলটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দলের ফিরিয়ে আনতে জি এম কাদেরকে নির্দেশ দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে এই নির্দেশ দেন তিনি। সেখানে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে রওশন উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১)-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩-এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতাকর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’

জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশ্য করে রওশন বলেন, আপনি যখন তখন তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত যে কাউকে দায়িত্ব থেকে বিনা নোটিশে শোকজে অব্যাহতি ও বহিষ্কার করে একজন রাজনৈতিক কর্মীর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে চলেছেন।

চিঠিতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আবদুল গাফফার বিশ্বাস, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বাচ্চুসহ দেশজুড়ে অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সকল নেতাকর্মীদের দলে আগের পদে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর,২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: