ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বায়ার্ন

  • পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • 51

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ অ্যালিয়েন্স অ্যারেনায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করল বায়ার্ন। প্রথম লেগের ৩-০ গোলের জয় আর দ্বিতীয় লেগের ৪-১ ব্যবধানের জয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে রবার্ট লেভান্ডোফস্কিরা।

ম্যাচের ৮ম মিনিটে লেভান্ডোফস্কিকে ডি বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় বায়ার্ন। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। এর ঠিক ১৪ মিনিট পরে লেভান্ডোফস্কির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-০’তে এগিয়ে নেন ইভান পেরিসিচ।

যদিও ম্যাচের ২৯তম মিনিট ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। হাডসন অডই ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেও ভিএআরে দেখা মেলে অফসাইডে ছিলেন অডই। আর তাই সে সময় আর ম্যাচে ফেরা হলো না অল ব্লুজদের।

প্রথমার্ধ শেষে মিনিটে ব্যবধান বাড়ান টামি আব্রাহাম। ব্যবধান দাঁড়ায় ২-১ গোলের। প্রথমার্ধে যেখানে শেষ করে বিশ্রামে গিয়েছিলেন, ফের সেখান থেকেই শুরু করেন বাভারিয়ানরা। ম্যাচের ৭৬ মিনিটে বায়ার্নের পক্ষে তৃতীয় গোলটি করেন টলিসো।

আর ঠিক মিনিট ছয়েক পরে নিজের দ্বিতীয় গোল করে চেলসির জালে গোলের হালি পূর্ণ করেন লেভান্ডোফস্কি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা। আর দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয় নিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বায়ার্ন

পোস্ট হয়েছে : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ অ্যালিয়েন্স অ্যারেনায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করল বায়ার্ন। প্রথম লেগের ৩-০ গোলের জয় আর দ্বিতীয় লেগের ৪-১ ব্যবধানের জয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে রবার্ট লেভান্ডোফস্কিরা।

ম্যাচের ৮ম মিনিটে লেভান্ডোফস্কিকে ডি বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় বায়ার্ন। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। এর ঠিক ১৪ মিনিট পরে লেভান্ডোফস্কির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-০’তে এগিয়ে নেন ইভান পেরিসিচ।

যদিও ম্যাচের ২৯তম মিনিট ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। হাডসন অডই ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেও ভিএআরে দেখা মেলে অফসাইডে ছিলেন অডই। আর তাই সে সময় আর ম্যাচে ফেরা হলো না অল ব্লুজদের।

প্রথমার্ধ শেষে মিনিটে ব্যবধান বাড়ান টামি আব্রাহাম। ব্যবধান দাঁড়ায় ২-১ গোলের। প্রথমার্ধে যেখানে শেষ করে বিশ্রামে গিয়েছিলেন, ফের সেখান থেকেই শুরু করেন বাভারিয়ানরা। ম্যাচের ৭৬ মিনিটে বায়ার্নের পক্ষে তৃতীয় গোলটি করেন টলিসো।

আর ঠিক মিনিট ছয়েক পরে নিজের দ্বিতীয় গোল করে চেলসির জালে গোলের হালি পূর্ণ করেন লেভান্ডোফস্কি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা। আর দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয় নিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: