স্পোর্টস ডেস্ক : ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ১১৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে স্বগতিক ইংল্যান্ড। পাকিস্তানের চোখে ম্যাচ জয়ের স্বপ্ন। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে দারুণ চমক দেখালেন জস বাটলার ও ক্রিস ওকস। যোগ করলেন ১৩৯ রান। দুজনেই হাফ সেঞ্চুরি করলেন।
এই জুটিটা যখন ভাঙ্গল তখন ইংল্যান্ড ম্যাচ জয় থেকে মাত্র ২১ রান দুরে দাড়িয়ে। জয়ের জন্য ৪ রান বাকি থাকতে ইয়াসির শাহ ফিরিয়ে দিলেন স্টুয়ার্ট ব্রডকেও। তবে একপ্রান্ত আঁকড়ে ক্রিস ওকস ইংল্যান্ডকে ৩ উইকেটের জয় এনে দিলেন। ক্রিস ওকস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৪ রানে।
বিপদে পড়া দলকে উদ্ধারের জন্য জস বাটলার ও ক্রিস ওকস শুরুতে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে পাল্টা আক্রমণ চালান। তাদের এই কৌশল বেশ কাজে দেয়। পাকিস্তানের পেসার এবং স্পিনাররা এই আক্রমণে তেজ হারিয়ে ফেলে। বাটলার ৫৫ বলে ও ওকস ৫৯ বলে হাফ সেঞ্চুরির হাসিতে ব্যাট তুলেন।
যেভাবে দুজনেই ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল এই জুটিতেই ম্যাচ জিতে ফিরবে ইংল্যান্ড। কিন্তু ইয়াসির শাহ’র স্পিনে ৭৫ রানে এলবিডব্লিউ হন বাটলার। তার এই ৭৫ রানের ইনিংস ইংল্যান্ডকে ওল্ড ট্রাফোর্ড টেস্টে জয়ের আসনে পৌঁছে দিল।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে স্বাগতিক ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ আগস্ট এই ওল্ড ট্রাফোর্ডেই।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ