বিজনেস আওয়ার প্রতিবেদক : টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের হাতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার পর আটক সিনহার প্রোডাকশন টিমের সদস্য স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথকে জামিন দিয়েছে আদালত। রোববার (৯ আগস্ট) শিপ্রার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করার ঘটনার সময় শিপ্রা রানী দেবনাথ এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তাহসিন রিফাত নূর হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন। সেই রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে আটক করে।
তাহসিন রিফাত নূরকে মুচলেকা রেখে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আর শিপ্রার বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় মদের বোতল রাখার অভিযোগে মাদক আইনে একটি মামলা দেয়া পুলিশ। শিপ্রার গ্রামের বাড়ি কুষ্টিয়া। তার বাবা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ