ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবিশ্বাস্য জয়ের পরের ম্যাচেই হার, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 0

স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৩ রানে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে অবিশ্বাস্য জয়ের পর তৃতীয় ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি বাবর আজমরা। ইংল্যান্ডের তিন উইকেটে ২২১ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৮ রানে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাবর। যদিও প্রথমে বল করার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলেন পাক বোলাররা। ইংল্যান্ডের ইনিংসটা শুরুটা ভাল না হলেও চতুর্থ উইকেটে বেন ডাকেট এবং হ্যারি ব্রুকের ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি ভাল জায়গায় পৌঁছে দেয় সফরকারীদের।

জয়ের জন্য ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। দুই ওপেনার বাবর এবং মহম্মদ রিজওয়ান দু’জনেই আউট হলেন ৮ রান করে। ব্যর্থ তিন নম্বরে নামা হায়দার আলিও (৩)। চার নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন শান মাসুদ। ৪০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। শুক্রবারের (২৩ সেপ্টেম্বর) ম্যাচে ইংল্যান্ড বিশ্রাম দেয় অধিনায়ক জস বাটলারকে। নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মইন আলি।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অবিশ্বাস্য জয়ের পরের ম্যাচেই হার, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৩ রানে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে অবিশ্বাস্য জয়ের পর তৃতীয় ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি বাবর আজমরা। ইংল্যান্ডের তিন উইকেটে ২২১ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৮ রানে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাবর। যদিও প্রথমে বল করার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলেন পাক বোলাররা। ইংল্যান্ডের ইনিংসটা শুরুটা ভাল না হলেও চতুর্থ উইকেটে বেন ডাকেট এবং হ্যারি ব্রুকের ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি ভাল জায়গায় পৌঁছে দেয় সফরকারীদের।

জয়ের জন্য ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। দুই ওপেনার বাবর এবং মহম্মদ রিজওয়ান দু’জনেই আউট হলেন ৮ রান করে। ব্যর্থ তিন নম্বরে নামা হায়দার আলিও (৩)। চার নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন শান মাসুদ। ৪০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। শুক্রবারের (২৩ সেপ্টেম্বর) ম্যাচে ইংল্যান্ড বিশ্রাম দেয় অধিনায়ক জস বাটলারকে। নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মইন আলি।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: