ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস ট্যাবলেট খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 121

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জে নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুমনের বিরুদ্ধে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকঝুঝুরি গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাসিমা খাতুন মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ী গ্রামের সুমনের স্ত্রী ও একই ইউনিয়নের বেতনাসিন গ্রামের বাকের উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার রাতে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে স্বামী সুমন। পিটিয়ে আহত করার পর জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসে নিহতের স্বামী ও শ্বশুর। পরে নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে, তাদের কাছে ঘটনার বর্ণনা দেওয়ার কিছুক্ষণ পরেই নাসিমার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে নিহত নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তার স্বামী সুমন পলাতক রয়েছে।

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গ্যাস ট্যাবলেট খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জে নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুমনের বিরুদ্ধে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকঝুঝুরি গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাসিমা খাতুন মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ী গ্রামের সুমনের স্ত্রী ও একই ইউনিয়নের বেতনাসিন গ্রামের বাকের উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার রাতে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে স্বামী সুমন। পিটিয়ে আহত করার পর জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসে নিহতের স্বামী ও শ্বশুর। পরে নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে, তাদের কাছে ঘটনার বর্ণনা দেওয়ার কিছুক্ষণ পরেই নাসিমার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে নিহত নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তার স্বামী সুমন পলাতক রয়েছে।

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: