ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ৭

  • পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 55

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। জুমার নামাজের পরপরই ওই বিস্ফোরণ ঘটে।

রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটে।

প্রাথমিক খবর অনুযায়ী স্থানীয় একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে ন্যাটো ও বিদেশি দূতাবাসগুলো ওই এলাকাতেই ছিল। এটি রাজধানীর সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ছিল।

পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেছেন, নামাজের পর লোকজন যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের সবাই বেসামরিক লোক।

কাবুলে জুমার নামাজে আসা মুসল্লিদের টার্গেট করে বোমা হামলার সবশেষ ঘটনা এটি। এসব বিস্ফোরণের ঘটনায় প্রায়ই জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে। তবে শুক্রবারের ঘটনায় এখনো কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

ওয়াজির আকবর খান মসজিদে আগেও জঙ্গি হামলা হয়েছে। তালেবান ক্ষমতায় আসার আগে ২০২০ সালের জুনে মসজিদটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় মসজিদের ইমাম নিহত ও বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ৭

পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। জুমার নামাজের পরপরই ওই বিস্ফোরণ ঘটে।

রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটে।

প্রাথমিক খবর অনুযায়ী স্থানীয় একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে ন্যাটো ও বিদেশি দূতাবাসগুলো ওই এলাকাতেই ছিল। এটি রাজধানীর সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ছিল।

পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেছেন, নামাজের পর লোকজন যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের সবাই বেসামরিক লোক।

কাবুলে জুমার নামাজে আসা মুসল্লিদের টার্গেট করে বোমা হামলার সবশেষ ঘটনা এটি। এসব বিস্ফোরণের ঘটনায় প্রায়ই জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে। তবে শুক্রবারের ঘটনায় এখনো কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

ওয়াজির আকবর খান মসজিদে আগেও জঙ্গি হামলা হয়েছে। তালেবান ক্ষমতায় আসার আগে ২০২০ সালের জুনে মসজিদটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় মসজিদের ইমাম নিহত ও বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: