1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় শনাক্ততা ছাড়াল ৬২ কোটি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় শনাক্ততা ছাড়াল ৬২ কোটি

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত ৬২ কোটি ছাড়ালো। আর ভাইরাসটিতে একদিনে আরো ৯ শতা মানুষ মারা গেছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ কোটি ০০ লাখ ৪৩ হাজার ৪৫৮ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৬১ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৫৩ জন। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ০০৫ জন।

রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৯৩৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৫ লাখ ৩৯ হাজার ০১৬ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৯১৭ জন। এছাড়া সুস্থ হয়েছে ৬০ কোটি ০০ লাখ ০৯ হাজার ৬৮৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮১ হাজার ৭০৮ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১১৪ জন। মারা গেছেন ৫ লাখ ২৮ হাজার ৫১০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ২২১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ