শাহিন শুভ: ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এতদিন শুধুমাত্র অভিনেত্রী হিসেবে তাকে দেখা গেলেও প্রথবারের মতো প্রযোজক হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই ঢালিউড কুইন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ নামের সিনেমাটি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোমবাতি জ্বালিয়ে বাবা-মাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু।

মহরতে অপু বিশ্বাস বলেন, সব সময়ই প্রত্যকটা সাকসেসফুল মানুষের পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে মা। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যদি আমি সিনেমা শুরু করি তাহলে আমার শুরুটা যেন সরকারি অনুদানের সিনেমা দিয়ে হয়। আর সেটাই হলো। আজ তিনি আমাদের মাঝে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নামটা তিনিই দিয়ে গিয়েছিলে। আমার জন্য দয়া করবেন, আমি জেনো সুন্দর একটা সিনেমা আপনাদের উপহার দিতে পারি এবং বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই জোয়ারে সামিল হতে পারি।
সাইমন বলেন, আমি বিশ্বাস করি ‘লাল শাড়ি’ একটা ভালো সিনেমা হবে। কারণ সিনেমাটি আমাদের ঐতিহ্য নিয়ে। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হচ্ছে তাত শিল্প। যা আজ অনেকেই হারিয়ে গিয়েছে। আর এই সিনেমাটি সেই তাত শিল্পের গল্প বলবে। আমি বিশ্বাস করি, আমাদের এই ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে আমদের যে হারানো ঐতিহ্য তাতের সেটা আবার ফিরে আসবে।

সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।
তারভীর আহমেদ সিডনির কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানুর রহমান সোহান, সুব্রত, নিপুণ আক্তার, দিলরুবা দোয়েল, ইমন সাহা, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, বিপ্লব সাহা, দীঘি প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন দেবাশীষ বিশ্বাস। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানান অপু।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টম্বর,২০২২/এসএস