1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকায় পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বেশ কয়েকটি নেই। আগামী তিন আসরের জন্য মালিকানা স্বত্ব পেয়েছে ৭ প্রতিষ্ঠান।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের নামও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৯ প্রতিষ্ঠান এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (ইওআই) জমা দেয়। সেখান থেকে বিসিবি ৭ প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে।

নতুন মালিকানা প্রতিষ্ঠান আছে একটি। পুরনো দুই প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ দল কেনার আগ্রহ দেখায়নি। নতুন এসেছে ফিউচার স্পোর্টস। এছাড়া প্রগতি গতবার সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার মালিকানা। অন্যদিকে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট আগ্রহ দেখালেও তারা বাদ পড়ে গেছে।

বিপিএলের সাত দল :

ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড, (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হওয়ার কথা ৫ জানুয়ারি। দশম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে ৬ জানুয়ারি। আর ২০২৫ সালের ১ জানুয়ারি শুরু হবে ১১তম আসর।

বিজনেস আওয়ার/২৫ সেপ্টম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ