বিজনেস আওয়ার প্রতিবেদক : কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ময়নাতদন্ত প্রতিবেদন র্যাবের কাছে জমা পড়েছে। রোববার কক্সবাজার সিভিল সার্জনের মাধ্যমে র্যাবের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে– সিনহাকে খুব কাছ থেকে তিনটি গুলি করা হয়। গুলিগুলো দেহে ঢোকার পর বেরিয়ে যায়। যার ফলে তার শরীরে গুলির ছয়টি চিহ্ন পাওয়া যায়। তিনটি গুলির দুটি সিনহার বুকে একটি বাম হাতের বাহুতে লাগে। সিনহার গলা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের একাধিক চিহ্নও রয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
র্যাব সূত্রে এসব জানা গেছে, ৭ আগস্ট কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান ময়নাতদন্ত শেষে প্রতিবেদনটি সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সুপার সেটি তদন্তকারী সংস্থা র্যাবের কাছে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ