শাহিন শুভ: ইডেন কলেজের সংঘর্ষের ঘটনায় অবশেষে ক্যাম্পাসছাড়া হয়েছে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
রবিবার সন্ধ্যা ৬টায় ইডেন কলেজ অডিটোরিয়ামের সামনে সংবাদ সম্মেলনে সময়ই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষে হতাহতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সভাপতিকে-সাধারণ সম্পাদকসহ চারজনকে পুলিশি প্রটোকল দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্য দু’জন হলেন-ইডেন মহিলা যুগ্ম সম্পাদক রিতু আক্তার ও সুমি।
তাদেরকে ক্যাম্পাস থেকে বিতারিত করার পর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী অংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
এ অংশে আছেন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, কল্পনা বেগম, জেবুন্নাহার শিলা, সুমনা মিম, মিলি আক্তার, সাদিয়া জাহান সাথী, তানজিলা আক্তার, তানজিলা মনি পরশ, মনিকা তালুকদার, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবিকুন্নাহার তামান্নাসহ আরও কয়েকজন।
উল্লেখ্য, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২২/এসএস