1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৮ জনের মরদেহ উদ্ধার
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৮ জনের মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোদা উপজেলার আওলিয়া ঘাট ঘটনাস্থল থেকে ১৬ কি.মি. দূরে দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার করতোয়া নদী থেকে কয়েকজনের ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় স্থানীয়রা ছোট ছোট নৌকা নিয়ে খোঁজ করে মরদেহগুলো উদ্ধার করেছে।

এদের মধ্যে শিশু এবং নারীও রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। সবশেষ তথ্য অনুযায়ী, এখনও ৩৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার সকালে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন ডুবুরি উদ্ধার কাজ অংশ নিয়েছেন।

বিজনেস আওয়ার/ ২৬ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ