ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত বেড়ে ৪২

  • পোস্ট হয়েছে : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 93

বিজনেস আওয়ার প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এতে এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকা থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ ট্রলারডুবি এটি। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে শতাধিক সনাতন ধর্মাবলম্বী। তবে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি আওলিয়াঘাট এলাকায় করতোয়া নদীর মাঝখানে ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়।

বিজনেস আওয়ার/ ২৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত বেড়ে ৪২

পোস্ট হয়েছে : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এতে এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকা থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ ট্রলারডুবি এটি। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে শতাধিক সনাতন ধর্মাবলম্বী। তবে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি আওলিয়াঘাট এলাকায় করতোয়া নদীর মাঝখানে ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়।

বিজনেস আওয়ার/ ২৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: