1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ২ কোটি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ২ কোটি

  • পোস্ট হয়েছে : সোমবার, ১০ আগস্ট, ২০২০
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৈশ্বিক মহামারি এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো দুই কোটি ২৪ হাজার ২৬৩ জনে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ৭ লাখ ৩৩ হাজার ৯৭৬ জন। তবে করোনা থেকে সুস্থতার হারও কম নয়। ইতোমধ্যেই আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে সুস্থতার সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮১৩।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনা আক্রান্ত নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে।

তালিকার তৃতীয়স্থানে থাকা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ৯৩১ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ লাখ ৯৩ হাজার ৪২২ জন।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৪০৮ জন। তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ১১ হাজার ৪৭৪ জন। দুই লাখ ৫৭ হাজার ৬০০ করোনা আক্রান্ত নিয়ে বাংলাদেশ ওই বৈশ্বিক তালিকায় ১৫তম স্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র আট মাসে দুই কোটিতে পৌঁছেছে। যেভাবে বর্তমানে সংক্রমণ শনাক্ত হচ্ছে তাতে ভবিষ্যতে এই সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ