আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে এক দিনে আরো আড়াই লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরো ৫০০ মানুষের। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ কোটি ০৬ লাখ ৯৩ হাজার ১৫৭ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৬২ কোটি ০৩ লাখ ০৪ হাজার ৮৬০ জন। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ২৯৭ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৫ লাখ ৪০ হাজার ৪৬৫ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ১ হাজার ১৯৬ জন। এছাড়া সুস্থ হয়েছে ৬০ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮২ হাজার ৩০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন। মারা গেছেন ৫ লাখ ২৮ হাজার ৫৬২ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ২৩১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ৮৮১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/ ২৭ সেপ্টেম্বর,২০২২/এসএস