ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

  • পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • 49

স্পোর্টস ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশী বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। রোববার অভিজ্ঞ এ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন রুবেল। পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মোশাররফ নিজেই বলেছেন, শনিবার কোভিড-১৯ পরীক্ষা করানোর পর ফল পজিটিভ এসেছে। রোনার তেমন কোনো উপসর্গ নেই শরীরে। আমি ভালো আছি। বেশ সুস্থ আছি। বাসায় আইসোলেশনে থাকছি। আশা করছি, এভাবে চললে ১৪-১৫ দিন পর সুস্থ হয়ে যাব।

এদিকে রুবেলের এক ঘনিষ্ঠ সূত্র জানান, রুবেলের বাবা করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে মোশাররফের স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ। তার স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ী পাঠিয়ে দিয়েছেন মোশাররফ রুবেল।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মোশাররফের। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে মাত্র পাঁচ ওয়ানডেতে। গত বছর মস্তিস্কের টিউমারে আক্রান্ত হন ৩৮ বছর বয়সী এই স্পিনার। টানা প্রায় চার মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশী বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। রোববার অভিজ্ঞ এ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন রুবেল। পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মোশাররফ নিজেই বলেছেন, শনিবার কোভিড-১৯ পরীক্ষা করানোর পর ফল পজিটিভ এসেছে। রোনার তেমন কোনো উপসর্গ নেই শরীরে। আমি ভালো আছি। বেশ সুস্থ আছি। বাসায় আইসোলেশনে থাকছি। আশা করছি, এভাবে চললে ১৪-১৫ দিন পর সুস্থ হয়ে যাব।

এদিকে রুবেলের এক ঘনিষ্ঠ সূত্র জানান, রুবেলের বাবা করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে মোশাররফের স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ। তার স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ী পাঠিয়ে দিয়েছেন মোশাররফ রুবেল।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মোশাররফের। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে মাত্র পাঁচ ওয়ানডেতে। গত বছর মস্তিস্কের টিউমারে আক্রান্ত হন ৩৮ বছর বয়সী এই স্পিনার। টানা প্রায় চার মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: