বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা ৮ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে স্থল বন্দরটির কার্যক্রম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়োছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন।
বায়োজিদ হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।
৮ দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।
বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: