বিজনেস আওয়ার প্রতিবেদক : দায়িত্ব পাওয়ার মাত্র দুই সপ্তাহ পরেই ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। গতকাল রোববার সংশোধনী প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডের। অথচ অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ছিলেন তৃতীয় গ্রেডের। গত ২৩ জুলাই দ্বিতীয় গ্রেডে তাকে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শর্ত পূরণ না হওয়ায় অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের নিয়োগের প্রজ্ঞাপন সংশোধন করে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের ব্যাপন এর ওপরে তারিখ ২৩ জুলাই ২০২০ লেখা আছে। তবে একেবারে নিচে ওই উপসচিবের সাক্ষরের সঙ্গে রবিবার ৯ আগস্ট ২০২০ তারিখ দেওয়া আছে।
উল্লেখ্য, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের পদত্যাগের পর গত ২৩ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রজ্ঞাপন মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খুরশিদ আলমকে।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ