ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার বিরুদ্ধে নাইকো মামলার চার্জ শুনানি পেছালো

  • পোস্ট হয়েছে : ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

খালেদা জিয়ার পক্ষে সাবেক অ‌্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর চার্জ শুনানির কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে যেতে পারেননি। এজন্য সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৮ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

খালেদা জিয়াও অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এদিন তারপক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খালেদার বিরুদ্ধে নাইকো মামলার চার্জ শুনানি পেছালো

পোস্ট হয়েছে : ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

খালেদা জিয়ার পক্ষে সাবেক অ‌্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর চার্জ শুনানির কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে যেতে পারেননি। এজন্য সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৮ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

খালেদা জিয়াও অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এদিন তারপক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: