বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খান। সম্প্রতি একটি টেলিভিশনে শো-তে সেলিম খান বলেন, ‘শাহেনশাহ’ সিনেমা রিলিজ বন্ধে শাকিব তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশসহ নানা হুমকি দেন।
সেলিম খান বলেন, ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে আমার প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়। পরবর্তীতে তাকে চলচ্চিত্রের ১৮ সংগঠন বয়কট করে। সেসময় আদালতে রিট করে আমি তাকে কাজে ফেরাই। তাকে নিয়ে টানা কাজ শুরু করি।
তিনি বলেন, অনেক ঝামেলা শেষ করে তাকে দিয়ে ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘ক্যাপ্টেন খান’ সিনেমা বানালাম। এরপর ‘শাহেনশাহ’ ছবি করতে গিয়ে সিডিউল ফাঁসান শাকিব। যার ফলে ‘শাহেনশাহ’ ছবির কাজ করতে গিয়ে বাজেটের চেয়ে আড়াই কোটি টাকা বেশি খরচ হয়।
এছাড়াও আমার আরেকটি ছবি ‘বিদ্রোহীর’ কাজ শেষ করছিলে না শাকিব। পরে কাজ করে নেয়ার জন্য আইনি সহায়তা নেই। এরপর তিনি কাজটি করে দেন। বিপত্তি বাঁধে যখন ‘শাহেনশাহ’ সিনেমা রিলিজ করবো।
গণমাধ্যমে নিউজ হলো ঈদে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু শাকিব তার নিজের ছবি ‘পাসওয়ার্ড’ মুক্তির জন্য জন্য আমাকে এই ছবি আটকাতে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। তবে আমি ঝামেলা না করে রিলিজ থেকে সরে আসি।
তবে প্রযোজক সেলিম খানের এমন অভিযোগের পরেও শাকিব খান এখনও কোনও মন্তব্য করেননি। এমনকি এ ব্যাপারে কোনো সংবাদ মাধ্যমেও কিছু বলেননি ঢাকাই ছবির কিং।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২০/এ