ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে রানির

  • পোস্ট হয়েছে : ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • 121

বিনোদন ডেস্ক: রানি মুখার্জি, বিগত কয়েক বছর ধরে বলিপাড়ায় তাঁর সাম্রাজ্য। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। এ বার নতুন চমক নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। লেখিকা রানির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আগামী বছরেই। ২১ মার্চ অভিনেত্রীর জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশিত হবে তাঁর স্মৃতিকথা।

ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন নায়িকা। এতগুলো বছরে প্রচুর চড়াই-উতরাই দেখেছেন তিনি। হিট, ফ্লপের পাহাড়, পরিচালক-প্রযোজকের সমীকরণের তারতম্য— আরও কত কী! দু’যুগের বেশি সময়ে অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। সেই সবই এ বার দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা।

রানি বলেন, “ভারতীয় সিনেমা আমায় অনেক কিছু দিয়েছে। ২৫ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এখনও পর্যন্ত কোনও দিন নিজের মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হয় মহিলাদের। প্রতিটা মুহূর্তে এই বিশ্লেষণ আমার উপরেও খুব প্রভাব ফেলেছিল। সেই সব কিছুই থাকবে আমার বইয়ে।”

এতগুলো বছরের টুকরো টুকরো অভিজ্ঞতাকে এক সুতোয় গেঁথে দর্শকের কাছে নিয়ে আসতে চলেছেন অভিনত্রী। আপাতত অপেক্ষা কয়েক মাসের। সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ০১ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে রানির

পোস্ট হয়েছে : ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: রানি মুখার্জি, বিগত কয়েক বছর ধরে বলিপাড়ায় তাঁর সাম্রাজ্য। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। এ বার নতুন চমক নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। লেখিকা রানির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আগামী বছরেই। ২১ মার্চ অভিনেত্রীর জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশিত হবে তাঁর স্মৃতিকথা।

ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন নায়িকা। এতগুলো বছরে প্রচুর চড়াই-উতরাই দেখেছেন তিনি। হিট, ফ্লপের পাহাড়, পরিচালক-প্রযোজকের সমীকরণের তারতম্য— আরও কত কী! দু’যুগের বেশি সময়ে অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। সেই সবই এ বার দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা।

রানি বলেন, “ভারতীয় সিনেমা আমায় অনেক কিছু দিয়েছে। ২৫ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এখনও পর্যন্ত কোনও দিন নিজের মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হয় মহিলাদের। প্রতিটা মুহূর্তে এই বিশ্লেষণ আমার উপরেও খুব প্রভাব ফেলেছিল। সেই সব কিছুই থাকবে আমার বইয়ে।”

এতগুলো বছরের টুকরো টুকরো অভিজ্ঞতাকে এক সুতোয় গেঁথে দর্শকের কাছে নিয়ে আসতে চলেছেন অভিনত্রী। আপাতত অপেক্ষা কয়েক মাসের। সূত্র: আনন্দবাজার

বিজনেস আওয়ার/ ০১ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: