ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ ঘরে পড়েছিল মাসহ দুই সন্তানের মরদেহ

  • পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • 87

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার মবুপুর নতুনপাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশন আরা (৪০) তার ছেলে জিহাদ (১০) ও মাহিন (৩)।

শনিবার বিকেলে মৃত রওশন আরার বোন লিলি খাতুন তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখনও ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের মরদেহ পড়ে আছে।

তখন তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

এলাকাবাসীরা জানান, স্বামী সুলতান হোসেন রওশন আরাকে ছেড়ে নতুন করে অন্যত্র বিয়ে করেন। তবে পরে সুলতান এক মামলায় কারাগারে যান। কিছুদিন আগে তিনি জেলখানা হতে বের হন।

জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই থেকে তিনদিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। তারাও কাজ করছেন।

বিজনেস আওয়ার/ ০১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিজ ঘরে পড়েছিল মাসহ দুই সন্তানের মরদেহ

পোস্ট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার মবুপুর নতুনপাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশন আরা (৪০) তার ছেলে জিহাদ (১০) ও মাহিন (৩)।

শনিবার বিকেলে মৃত রওশন আরার বোন লিলি খাতুন তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখনও ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের মরদেহ পড়ে আছে।

তখন তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

এলাকাবাসীরা জানান, স্বামী সুলতান হোসেন রওশন আরাকে ছেড়ে নতুন করে অন্যত্র বিয়ে করেন। তবে পরে সুলতান এক মামলায় কারাগারে যান। কিছুদিন আগে তিনি জেলখানা হতে বের হন।

জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই থেকে তিনদিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। তারাও কাজ করছেন।

বিজনেস আওয়ার/ ০১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: