বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) বিকালে এই ফল ঘোষণা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন। ১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা গত ১৫ জুন শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ২৮ আগষ্ট ।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: