ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগাম জামিন পেলেন ইমরান খান

  • পোস্ট হয়েছে : ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 48

আন্তর্জাতিক ডেস্ক: আদালত অবমাননা মামলায় আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় শনিবার (১ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এক ম্যাজিস্ট্রেট। গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর ইসলামাবাদে তার বাসভবন বানি গালার সামনে জড়ো হন সমর্থকরা। মূলত পাশের অঞ্চলের সমর্থকরা দলে দলে ইমরান খানের বাসভবন এলাকায় জড়ো হতে শুরু করে। প্রিয় নেতার গ্রেফতার ঠেকাতে ঘিরে ফেলতে শুরু করে তার বাসভবন।

ইসলামাবাদ পুলিশ একটি বিবৃতি জানায়, ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সবশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট (শনিবার) ইমরান খান তার ভাষণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। সেই সময় তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলেন, আমরা আপনাদের ছাড় দেব না।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগাম জামিন পেলেন ইমরান খান

পোস্ট হয়েছে : ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: আদালত অবমাননা মামলায় আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় শনিবার (১ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এক ম্যাজিস্ট্রেট। গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর ইসলামাবাদে তার বাসভবন বানি গালার সামনে জড়ো হন সমর্থকরা। মূলত পাশের অঞ্চলের সমর্থকরা দলে দলে ইমরান খানের বাসভবন এলাকায় জড়ো হতে শুরু করে। প্রিয় নেতার গ্রেফতার ঠেকাতে ঘিরে ফেলতে শুরু করে তার বাসভবন।

ইসলামাবাদ পুলিশ একটি বিবৃতি জানায়, ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সবশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট (শনিবার) ইমরান খান তার ভাষণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। সেই সময় তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলেন, আমরা আপনাদের ছাড় দেব না।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: