স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
টাইগ্রেসদের দেওয়া মাত্র ৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁচে যায় পাকিস্তান। জাবাবে ব্যাট করতে নেমে কোনো বাধার মুখে পড়তে হয়নি পাকিস্তানকে। দলীয় ৪৯ রানে মুনীবাকে ১৪ রানে ফেরালেও সিদ্রা আমিন ও অধিনায় বিসমাহ মারুফ দলকে জয়ের বন্দরে নিয়ে যান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত ছিলেন সিদ্রা আমিন। বিসমাহ করেন ১২ রান।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান সালমা খাতুন।
এর আগে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় টাইগ্রেসরা। অন্যদিকে, টানা দুই জয়ে দারুণ অবস্থানে রয়েছে পাকিস্তানের মেয়েরা।
বিজনেস আওয়ার/ ০৩ অক্টোবর,২০২২/এসএস