ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে মেয়ের কবরে চিরশায়িত তোয়াব খান

  • পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব ও দৈনিক বাংলার সম্পাদক সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে সমাহিত করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাদ আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে চিরশায়িত করা হয়।

এর আগে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

পরে দুপুর ১টার দিকে তোয়াব খানের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। এরপর মরদেহ গুলশানে নেওয়া হয়। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে একুশে পদক পান। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বনানীতে মেয়ের কবরে চিরশায়িত তোয়াব খান

পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব ও দৈনিক বাংলার সম্পাদক সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে সমাহিত করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাদ আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে চিরশায়িত করা হয়।

এর আগে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

পরে দুপুর ১টার দিকে তোয়াব খানের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। এরপর মরদেহ গুলশানে নেওয়া হয়। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে একুশে পদক পান। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: