বিজনেস আওয়ার প্রতিবেদক: জঙ্গিরা যতই স্মার্টই হোক না কেন, র্যাব তার চেয়েও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে বলে মন্তব্য করেছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতই স্মার্ট হোক না কেনো র্যাব তার চেয়েও বেশি স্মার্ট ও দক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব রুখে দিতে র্যাবের সাইবার দল প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
র্যাব ডিজি আরও বলেন, সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করছি। পূজার পর ভালো খবর দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
র্যাব ডিজি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সেসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসমূহে মনিটরিং করা হচ্ছে। সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সব মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। র্যাব সদর দফতরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২২/এএইচএ