বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের (কূটনীতিকদের) এত মাথাব্যথা কেন। আগে নিজেদের দেশের অবস্থা দেখুন। তরপর বাংলাদেশ নিয়ে কথা বলুন।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
কূটনীতিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? নিজেদের দেশের আয়নায়, নিজেদের গণতন্ত্রের চেহারা দেখুন। তার আগে বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে আসবেন না। আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত- একথা আমরা বলবো না। আমরা ইম্প্রুভ করছি, সামনের দিকে আরও ইম্প্রুভ করবো। আমাদের বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন মনে করছি না।’
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপি যেসব দেশের কূটনীতিকদের কাছে নালিশ করে বেড়াচ্ছে, তারা যাই করুক না কেন, গলিত লাশ তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, আমরাও সেভাবেই দেবো।
কাদের বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দশমী পর্যন্ত সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ‘নির্বাচন কেন্দ্র করে অনেক চক্রান্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘দুর্বৃত্ত দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপায়। কাজেই আপনাদের সতর্ক থাকতে হবে।’ ‘অপশক্তি এখন মাঠে নেমেছে। আমাদের কামনা থাকবে এই অপশক্তির বিনাশ হোক।’
এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২২/এএইচএ