বিজনেস আওয়ার প্রতিবেদক: মাদারীপুরে এক কিশোরীকে (১৭) পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই ভুক্তভোগীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের নাম সজীব সরদার (২৩)। তিনি মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের স্বনির্ভর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী রোববার দুপুরে ব্যবহারিক পরীক্ষা খাতা দেখানোর জন্য বিদ্যালয় আসেন। ওই সময় প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে কৌশলে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পরে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। একপর্যায় কিশোরী অসুস্থ্য হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন সজীব। হাসপাতালের রেজিষ্টারে মেয়েটির ভুল নাম ঠিকানা লিখে পালিয়ে যান তিনি। ঘটনাটি জানাজানি হলে রাতেই ভুক্তভোগীর পরিবার ও সদর থানা পুলিশ হাসপাতালে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় এক বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্যে বিদ্যালয় আসলে, ঘোরার কথা বলে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায়। পরে সেখানে তাকে একটি বোতলে পানি খেতে দেয়। খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনা জানার পরে সদর হাসপাতালে আমাদের পুলিশ গিয়ে খোঁজ-খবর নিয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২২/এএইচএ