বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে তাসফিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৫২ নম্বরে এই ঘটনা ঘটে। তাসফিয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইয়াছিনের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়ার বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় এলোপাতাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এতে ভয়ে রোহিঙ্গারা ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টা করলে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২২/এএইচএ