বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২ জন।
বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৫ হাজার ৫৬৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৯ হাজার ৩৫৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন।
এছাড়া দেশে এ পর্যন্ত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী মধ্যে ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ এবং ১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।
বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০২২/কমা